বাসা থেকে কর্মচারীদের কাজের মেয়াদ বাড়ালো গুগল
Published: 2020-07-29 23:28:39 BdST, Updated: 2021-01-20 03:32:43 BdST

আইটি লাইভ: চলমান মহামারি করোনা ভাইরাসের কারণে বিশ্বের সবচেয়ে বড় টেক জায়ান্ট গুগল কর্মীদের বাসা থেকে কাজ করার মেয়াদ বাড়িয়েছে।
করোনা সর্তকতার কারণে গুগল কর্মীদের বেশীর ভাগ বাসা থেকে কাজ করার সময় ২০২১ সালের জুলাই পর্যন্ত বাড়িয়েছে।
গুগলের প্রধান নির্বাহী সুন্দার পিচাই ইমেইলে কর্মীদের বলেছেন, “পরিকল্পনা এগিয়ে নিতে বিশ্বব্যাপী কার্যক্রম সম্প্রসারণে আমাদের কর্মীরা ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত বাসায় থেকে কাজ করবেন, এ সময়ে তাদের অফিসে আসতে হবে না।”
দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জনায়, বিশ্বব্যাপী গুগলের ২ লাখ কর্মীর বাসায় থেকে কাজ করার পূর্বেকার সময় সীমা ছিল ৩০ জানুয়ারি পর্যন্ত, এখন এই সময় ৩০ জুন পর্যন্ত বাড়ানো হলো।
ঢাকা, ২৯ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই