ঢাবির ভর্তি পরীক্ষায় পাসের মার্ক ৩২
Published: 2020-11-24 19:09:36 BdST, Updated: 2021-01-16 00:51:00 BdST

ঢাবি লাইভঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২০০ নম্বরের পরিবর্তে ১০০ নম্বরে হবে। এবার ভর্তি পরীক্ষার মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফল থেকে ২০ এবং মূল পরীক্ষার লিখিত ও বহুনির্বাচনী উভয় অংশে ৪০ নম্বর করে মোট ৮০ নম্বর থাকবে।
ভর্তি পরীক্ষার পাস নম্বর হবে ন্যূনতম ৪০ শতাংশ। অর্থাৎ ঢাবি ভর্তি পরীক্ষায় একজন পরীক্ষার্থীর পাস করতে লাগবে ৩২ নম্বর।
গত বছর ভর্তি পরীক্ষা হয় ২০০ নম্বরে। এরমধ্যে ১২০ নম্বর ছিল বর্ণনামূলক ও বহুনির্বাচনীর অংশ। আর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার জিপিএ ছিল ৮০ নম্বর। এরমধ্যে ৫০ নম্বর ছিল এইচএসসি পরীক্ষার জিপিএ এবং ৩৫ নম্বর ছিল এসএসসি পরীক্ষার জিপিএ। তখন ভর্তি পরীক্ষার ন্যূনতম পাস নম্বর ছিল ৪৮; অর্থাৎ ৪০ শতাংশই ছিলো।
সোমবার এক বৈঠক নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ঢাবির ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা ক্যাম্পাস ছাড়াও বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠিত হবে।
ঢাকা, ২৪ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড