হত্যার পর ঝুলিয়ে রাখা হয় ইডেন ছাত্রীর লাশ!
Published: 2020-01-25 22:22:43 BdST, Updated: 2021-01-16 20:44:00 BdST

লাইভ প্রতিবেদক: ইডেন কলেজ ছাত্রীকে হত্যার পর লাশ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। শরমিন রহমান মিম নামে ওই ছাত্রী তৃতীয় বর্ষে পড়াশোনা করতেন। এব্যাপারে ওই ছাত্রীর বাবা রাজধানীর কাফরুল থানায় একটি মামলা করেছেন। এঘটনার পর থেকে ওই ছাত্রীর স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে গেছেন।
এদিকে শ্বশুরবাড়ির লোকজন দাবি করেছে মিম ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন। তবে মিমের পরিবারের দাবি তাকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।
জানা গেছে, গত ২০১৮ সালের জুলাই মাসে পারিবারিক ভাবে রিয়াদ আরেফিন শুভর সংঙ্গে বিয়ে হয় মিমের। বিয়ের কিছুদিন যেতে না যেতেই শুরু হয় অত্যাচার-নির্যাতন। পড়াশোনাও বন্ধ করে দেয়া হয়। শুভ BANGLADESH TEA RESEARCH INSTITUTE এ কর্মরত, শ্বশুর BIMAN BANGLADESH AIRLINES এর একজন ENGINEER, শাশুড়ি Housewife, এবং ননদ দিলশাদ জাহান MYMENSING MEDICAL COLLEGE পড়েন।
সবাই শিক্ষিত হলেও মিমকে বিয়ের পরই পড়াশোনা বন্ধের জন্য চাপ দেয়া হয়। এনিয়ে পরিবারের সদস্যদের মঝে অশান্তি লেগেই থাকতো। কারণে অকারণে চলতো নির্যাতন। গত ১৬ জানুয়ারি মিম কলেজ থেকে আসার পরপরই স্বামী, শাশুড়ি, শ্বশুর, ননদ সবাই মিলে ঝগড়ায় লিপ্ত হয়। পরে শয়নকক্ষে মিমের লাশ উদ্ধার করা হয়।
এবিষয়ে মিমের শ্বশুরবাড়ির লোকজন তার বাবাকে ফোন করে জানায় মিম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে মিমের বাবা হাসপাতালে গিয়ে জানতে পারেন তার মেয়েকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন তার মেয়েকে নির্যাতনের পর হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। তিনি তার মেয়ে হত্যার বিচার চান।
এদিকে মিম হত্যার ঘটনায় তার সহপাঠীরা জড়িত ঘাতকদের বিচার দাবি করেছেন। অবিলম্বে তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। অন্যথায় আন্দোলনের ডাক দেয়ারও ঘোষণা দিয়েছেন সহপাঠীরা।
ঢাকা, ২৫ জানুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই