''শিক্ষকদের জিম্মি করে ১০ হাজার টাকা আদায়ও করে নেয় আবু তালেব ও তার বাহিনী''এক লাখ চাঁদা না দেওয়ায় মাদ্রাসায় ভাঙচুর
Published: 2020-11-23 21:09:25 BdST, Updated: 2021-01-24 18:21:12 BdST
নারায়ণগঞ্জ লাইভ: এক লাখ টাকা চাঁদা না দেয়ায় একটি মাদ্রাসা অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। সন্ত্রাসীদের হামলায় মাদ্রাসার উপাধ্যক্ষ, শিক্ষক ও কর্মচারীসহ পাঁচজন আহত হয়েছেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে এই ঘটনা ঘটে।
উপজেলার দাউদপুর ইউনিয়নের বীরহাটাবো আল-জামিয়া আস সালাফিয়্যাত মাদ্রাসায় সোমবার (২৩ নভেম্বর) এ ঘটনা ঘটেছে বলে মাদ্রাসা কর্তৃপক্ষ দাবি করছে।
এ বিষয়ে মাদ্রাসার উপাধ্যক্ষ আরমান সরকার জানান, দীর্ঘদিন ধরে দাউদপুর ইউনিয়নের চিহ্নিত সন্ত্রাসী আবু তালেব মাদ্রাসার অধ্যক্ষ ও তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল।
কিছুদিন আগে শিক্ষকদের জিম্মি করে ১০ হাজার টাকা আদায়ও করে নেয় সন্ত্রাসী আবু তালেব ও তার বাহিনীর লোকজন। সর্বশেষ দাবিকৃত এক লাখ টাকা আদায়ের জন্য সোমবার সকালে সন্ত্রাসীরা মাদ্রাসা অফিসে এসে অধ্যক্ষ ও উপাধ্যক্ষের ওপর চাপ প্রয়োগ করেন।
এ সময় তারা টাকা দিতে অস্বীকার করলে সন্ত্রাসীরা প্রথমে চলে যায়। পরে আবার আবু তালেব ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র-শস্ত্র সজ্জিত হয়ে মাদ্রাসা অফিসে এসে হামলা চালায়।
উপাধ্যক্ষ আরমান সরকার আরো জানান, সন্ত্রাসীদের হামলায় মাদ্রাসার উপাধ্যক্ষ, শিক্ষকসহ পাঁচজন আহত হন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলাকারীরা ভাঙচুর করে ছাত্রদের কাছ থেকে আদায়কৃত বেতনের নগদ টাকাসহ প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলেও অভিযোগ করেন তিনি।
তবে মাদ্রাসায় হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ব্যাপারে জানতে চাইলে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, এমন ধরণের লিখিত অভিযোগ আমি পাইনি।

তবে লোক মারফত খবর পেয়ে মাদ্রাসায় পুলিশ পাঠিয়েছিলাম। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত করে চাঁদাবাজির কোনো প্রমাণ পায়নি। তবে কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ওসি মাহমুদুল হাসান আরো বলেন, তদন্ত করে আমরা জানতে পেরেছি মাদ্রাসার কমিটি নিয়ে দ্বন্দ্বের জের ধরে দু'পক্ষের মধ্যে উত্তেজনা ও বিরোধ চলছে।
এই বিরোধ মীমাংসার জন্য স্থানীয় চেয়ারম্যান ও মেম্বার মিলে দু'পক্ষকে নিয়ে বৈঠক করছেন বলে জানতে পেরেছি। ওসির বক্তব্য নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই ওসিকে ওই সন্ত্রাসীদে শেল্টারদাতা হিসেবে মনে করছেন।
তারা বলছেন ওসির পরোক্ষ সমর্থন রয়েছে বলেও অনেকেই দাবী করেছেন।
ঢাকা, ২৩ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এআইজি