শাক তুলে দেয়ার কথা বলে প্রতিবন্ধীদের ধর্ষণ
Published: 2020-12-04 16:17:05 BdST, Updated: 2021-01-27 12:48:48 BdST
কিশোরগঞ্জ লাইভ: এবার প্রতিবন্ধী বোনকে ধর্ষণ করেছে। কিশোরগঞ্জে শাক তুলে দেয়ার কথা বলে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ফুফাতো ভাইয়ের বিরুদ্ধে।
অভিযুক্ত মমিনকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। বৃহস্পতিবার মেয়েটিকে কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে বুধবার বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের পাটধা দক্ষিণ কুড়েরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলাটির তদন্ত চলছে। পুলিশ জানায়, সোমবার বিকেলে শাক তুলে দেয়ার কথা বলে এবং টাকার লোভ দেখিয়ে পার্শ্ববর্তী পাটধা উত্তর কুড়েরপাড় গ্রামের মহির উদ্দিনের ছেলে মমিন মিয়া মেয়েটিকে বাড়ির পাশে একটি মৎস্যখামারের পরিত্যক্ত ঘরে ডেকে নেয়।
ওই বখাটে যুবক, হাত ও মুখ চেপে জোর করে ধর্ষণ করে মেয়েটিকে। পরে মেয়েটির চিৎকারে পালিয়ে যায় মমিনুল। এ সময় মেয়েটিকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ সব বিষয়ে মেয়েটির মা বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের ওসি মো. আবুবকর সিদ্দিক জানান, মেয়েটির স্বাস্থ্য পরীক্ষা হয়েছে।
এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত মমিনকে আটকের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন। সংশ্লিস্টরা আরো জানান, ওই যুবক আরো নানান ঘটনা ঘটিয়েছে।
ঢাকা, ০৪ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//বিএসসি