মাদ্রাসার শিক্ষার্থীকে ধর্ষণ: প্রিন্সিপাল গ্রেপ্তার
Published: 2021-01-22 19:33:40 BdST, Updated: 2021-02-25 19:53:43 BdST
লাইভ প্রতিবেদক: এবার শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ঢাকার সাভারের একটি বেসরকারি আবাসিক মহিলা মাদ্রাসার প্রিন্সিপালকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত নয়টার দিকে রাজধানীর মিরপুরে একটি মসজিদে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়।
ওই প্রিন্সিপালকে আশুলিয়ার খেজুর বাগান এলাকার দুটি মহিলা আবাসিক মাদ্রাসার প্রতিষ্ঠাতা। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন কবির জানান, খেজুর বাগান এলাকার নিজের দোতলা একটি ভবনে ওই প্রিন্সিপালের মাদ্রাসা।
ভবনের নিচ তলায় তিনি পরিবার নিয়ে থাকেন। দ্বিতীয় তলায় মাদ্রাসার ছাত্রীদের আবাসিক ব্যবস্থা ও ক্লাসরুম।
এসআই জানান, ৮ই জানুয়ারি স্ত্রী বাসায় না থাকার সুযোগে শিশুটিকে চা তৈরি করার কথা বলে নিচ তলায় ডেকে নেন অধ্যক্ষ।
পরে তাকে ধর্ষণ করে ভয়ভীতি দেখিয়ে মাদ্রাসায় আটকে রাখেন। শিশুটিকে কোথাও যেতে দেয়াও হতো না। বুধবার দুপুরে শিশুটি কৌশলে পালিয়ে বিবাড়িয়া এলাকায় তাদের ভাড়া বাসায় যায়।
এরপর সন্ধ্যায় তার পরিবার আশুলিয়া থানায় লিখিত অভিযোগ করে। পরে পুলিশ সেটি মামলা হিসেবে নেয়।
এসআই মামুন বলেন, শিশুটি মাদ্রাসা থেকে পালানোর পরই গা ঢাকা দিয়েছিলেন প্রিন্সিপাল । পরে তার অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুটিকে ধর্ষণের কথা স্বীকার করেছেন তিনি। এখন বিচারের পালা।
ঢাকা, ২২ জানুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এআইটি