ঢাবিতে আবরার হত্যায় ছাত্রলীগের শোকর্যালি
Published: 2019-10-10 19:13:55 BdST, Updated: 2021-01-24 12:03:34 BdST

ঢাবি লাইভঃ বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের মর্মান্তিক হত্যায় শোকর্যালি করেছে ছাত্রলীগ।
বৃহস্পতিবার বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে এই শোকর্যালি বের করা হয়। র্যালিটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে তা শেষ হয়।
এতে কেন্দ্রীয় ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও ঢাকা শহরের অন্যান্য শাখা ছাত্রলীগের প্রায় ২ শতাধিক নেতা-কর্মীরা অংশ নেন।
শোকর্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে আবরার হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহবান জানান ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়।
তিনি বলেন, এই হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। একইসঙ্গে আর কোন শিক্ষাপ্রতিষ্ঠানে যেন এই রকম মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি না হয় সেদিকে নজর রাখতে ছাত্রলীগের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
ঢাকা, ১০ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.ম)//এমজেড