পিএসসি এর ওয়েবসাইটভুক্ত হলো বুটেক্স
Published: 2019-11-07 21:29:56 BdST, Updated: 2019-12-08 16:48:35 BdST

বুটেক্স লাইভঃ আজ সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইটে নিজের নাম লিখলো বুটেক্স। বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য।
মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি প্রফেসর ফরহাদ হোসেনের বিশেষ সুপারিশে এবং বুটেক্সের ভিসি আবুল কাশেম ও রেজিস্ট্রার মনিরুল ইসলামের তত্ত্বাবধানে প্রক্রিয়াটি সফল হয়। কাজটি করার উদ্যোগ নেন এবং সর্বাত্মক সহোযোগিতা করেন বুটেক্সের ৪১তম ব্যাচের শিক্ষার্থী সোহাগ হোসেন।

পিএসসি এর ওয়েবসাইটে দেশের প্রায় সকল বিশ্ববিদ্যালয়ের নাম থাকলেও বস্ত্রকারীগরদের নাম ছিলো না এতোদিন।
ফলে পিএসসি ভুক্ত সরকারি চাকরিগুলোতে আবেদনের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের নামের যায়গায় 'আদারস' অপশনটি পূরণ করতে হতো।

এটা বুটেক্সের শিক্ষার্থীদের জন্য চরম লজ্জাজনক ছিলো। বর্তমানে বুটেক্সের নাম অন্তর্ভুক্ত হওয়ায় উৎফুল্ল শিক্ষার্থীরা।
ঢাকা, ০৭ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড