পুরান ঢাকায় জবি ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
Published: 2020-12-01 17:07:13 BdST, Updated: 2021-01-26 11:45:44 BdST

জবি লাইভঃ রাজধানীর পুরান ঢাকার মোগলটুলিতে ঢাকা সিটি কর্পোরেশন কর্তৃক "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়" এর নাম পরিবর্তন করার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিক্ষোভ সমাবেশ জবি ছাত্রদলের নেতারা।
মঙ্গলবার (১ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি বিজ্ঞান অনুষদ থেকে মূল ফটকের দিকে আসলে ছাত্রলীগের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। তবে কোন প্রকার হতাহতের খবর পাওয়া যায়নি।
মিছিলে উপস্থিত ছিলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক পদপ্রার্থী কাজী জিয়া উদ্দিন বাসেত, আহ্বায়ক পদপ্রার্থী মাহবুব হোসেন সাজ্জাদ, আহ্বায়ক পদপ্রার্থী সুমন সর্দার, সদস্য সচিব পদপ্রার্থী জাফর আহমেদ সহ আরো অনেকেই।
ঢাকা, ০১ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআইএস//এমজেড