মাকে আনতে গিয়ে সড়কে প্রাণ গেল জাবি ছাত্রের
Published: 2021-02-25 11:43:20 BdST, Updated: 2021-04-23 12:02:00 BdST

জাবি লাইভ: মোটরসাইকেলে করে মাকে আনতে যাওয়ার সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল মাহমুদ শাফি মারা গেছেন। জানা গেছে, তিনি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ৪৭তম আবর্তনের (দ্বিতীয় বর্ষ) শিক্ষার্থী ছিলেন এবং আল বেরুনী হলে থাকতেন।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান। তার গ্রামের বাড়ি নাটোরের বাঘাতিপাড়া উপজেলার সোনাপুর গ্রামে।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় মোটরসাইকেল নিয়ে তার মাকে আনতে যাওয়ার সময় নাটোরের বনপাড়ায় গাছের সঙ্গে ধাক্কা লাগে। এরপর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় তার বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।
ঢাকা, ২৫ ফেব্রুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড