সুফিয়া কামাল হলে শীর্ষ ৩ পদে কোটা আন্দোলনকারীদের জয়
Published: 2019-03-12 05:35:57 BdST, Updated: 2021-03-06 20:05:21 BdST

ঢাবি লাইভ : ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুফিয়া কামাল হল সংসদ নির্বাচনে ছাত্রলীগের পরাজয় হয়েছে কোটা আন্দোলন প্যানেলের প্রার্থীদের কাছে। শীর্ষ পদে জয়লাভ করেছেন কোটা আন্দোলনের প্রার্থীরা। সোমবার রাতে হলটির দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা এ ফল ঘোষণা করেন। ওই হলের ভিপি নির্বাচিত হয়েছেন তানজিনা আক্তার সুমা। এছাড়া জিএস পদে মনিরা শারমিন এবং এজিএস লুৎফুন্নাহার নির্বাচিত হয়েছেন।
এর আগে, সকাল থেকে ভোট গ্রহণকে কেন্দ্র করে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেন ছাত্রলীগ ছাড়া সবকটি প্যানেলের প্রার্থীরা।
উল্লেখ্য, দীর্ঘ ২৮ বছর পর সোমবার অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। সকাল থেকে ভোট গ্রহণকে কেন্দ্র করে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেন ছাত্রলীগ ছাড়া সবকটি প্যানেলের প্রার্থীরা।
ঢাকা, ১২ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//সিএস