৫৪ লাখ ছাড়াল বিশ্বে করোনায় আক্রান্ত
Published: 2020-05-25 12:47:39 BdST, Updated: 2021-01-25 10:15:58 BdST

লাইভ ডেস্কঃ মরণঘাতি করোনাভাইরাস মহামারীতে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ৫৪ লাখ ছাড়িয়েছে। সেই সঙ্গে আগ্রাসী এই মহামারীতে আক্রান্ত হয়ে বিশ্বে প্রাণ হারিয়েছেন ৩ লাখ ৪৫ হাজার জন।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ লাখ ৭ হাজার ৬১৩ জনে। আর মৃত্যু হয়েছে ৩ লাখ ৪৫ হাজার ৫৯ জনের। ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ লাখ ৬৮ হাজার ৫৬৩ জন।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ৯৭ হাজার ৭২০ জন। দেশটিতে আক্রান্তের সংখ্যাও বিশ্বে সর্বোচ্চ, ১৬ লাখ ৪৩ হাজার ২৪৬ জন।
মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরেই উঠে এসেছে যুক্তরাজ্য। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৩৬ হাজার ৮৭৫ জন। আক্রান্ত হয়েছে ২ লাখ ৬০ হাজার ৯১৬ জন।
আর আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে জায়গা করে নিয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩ লাখ ৬৩ হাজার ২১১ জন। অপরদিকে মারা গেছে ২২ হাজার ৬৬৬ জন।
করোনায় মৃত্যুর দিক দিয়ে যুক্তরাজ্যের পরের অবস্থানে আছে ইতালি। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩২ হাজার ৭৮৫ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৮৫৮ জন। মৃত্যুতে চতুর্থ অবস্থানে থাকা স্পেনে মারা গেছে ২৮ হাজার ৭৫২ জন ও আক্রান্ত ২ লাখ ৩৫ হাজার ৭৭২ জন।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী, বাংলাদেশে রোববার সকাল ৮টা পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ৬১০ জন এবং মোট মৃতের সংখ্যা ৪৮০ জন।
ঢাকা, ২৫ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড