করোনায় প্রাণ হারালেন চিকিৎসক মনজুর রশিদ
Published: 2020-06-02 16:44:05 BdST, Updated: 2021-01-25 11:08:10 BdST

লাইভ প্রতিবেদকঃ বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। এবার এই ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইউরোলজি বিভাগের সাবেক সিনিয়র কনসালটেন্ট ডা. মনজুর রশিদ চৌধুরী প্রাণ হারালেন।
মঙ্গলবার সকাল ১১টার দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।
আনোয়ার খান মডার্ন হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. ইহতেশামুল হক জানান, মনজুর রশিদ চৌধুরীর ১৮ দিন আগে করোনা পজিটিভ আসে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, ঢামেক হাসপাতাল থেকে অবসর নেওয়ার পর ডা. মনজুর রশিদ চৌধুরী আনোয়ার খান মডার্ন হাসপাতালেই রোগী দেখতেন।
দেশে এই নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯ চিকিৎসকের মৃত্যু হয়েছে। আর করোনার উপসর্গে মারা গেছেন চার জন। এছাড়া ৮০০ এর বেশি চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।
ঢাকা, ০২ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড