করোনা: স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজির প্রাণহানি
Published: 2020-07-05 23:50:00 BdST, Updated: 2021-01-20 15:40:09 BdST

লাইভ প্রতিবেদক: এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. এ কে এম নুরুল আনোয়ারের মৃত্যু হয়েছে।
রোববার আনোয়ার খান মডার্ন হাসপাতালে তার মৃত্যু হয় বলে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন-বিএমএ জানিয়েছে।
অধ্যাপক ডা. নুরুল আনোয়ার ঢাকা মেডিকেল কলেজের ১৯৬১ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি মৃত্যুকালে অসংখ্য গুনগ্রাহী রেখেে গেছেন।
ঢাকা, ০৫ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//বিএসসি