ফেসবুকে সমালোচনা করায় এক চলচ্চিত্র নির্মাতার কারাদণ্ড
Published: 2019-08-30 18:49:38 BdST, Updated: 2019-12-09 16:25:34 BdST

ইন্টারন্যাশনাল লাইভ: সামরিক বাহিনীর সমালোচনা করায় স্বনামধন্য এক চলচ্চিত্র নির্মাতাকে এক বছরের কারাদণ্ড দিয়েছে মিয়ানমারের আদালত। মিয়ানমারের ইয়াঙ্গুন শহরের মিন তিন কোকো গি নামের ওই চলচ্চিত্র নির্মাতাকে সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করা হয়।
অভিযোগ থেকে জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেশটির সেনাবাহিনীর কর্মকাণ্ডের সমালোচনা করেছেন মিন তিন কোকো গি। তার ফেসবুক পোস্টে তিনি ২০০৮ সালে রচিত সংবিধানে মিয়ানমার সামরিক বাহিনীর ভূমিকা ও দেশটির রাজনীতিতে সেনাবাহিনীর যুক্ত থাকার সমালোচনা করা হয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ঔপনিবেশিক কাল থেকে চলে আসা মিয়ানমারের আইন অনুযায়ী, দেশটির সেনাবাহিনীর কোনো সদস্যকে অবমাননা করা অপরাধ হিসেবে বিবেচিত হয়।
কিন্তু এ রায়ে একদমই ভেঙে পড়েননি জানিয়ে সাংবাদিকদের তিতি বলেন, আমাকে নিয়ে চিন্তা করবেন না। আমি আবার ফিরে আসবোই। এমন রায় হবে আমি জানতাম।
ঢাকা, ৩০ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম.কম)//এমআই