প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকীতে ইবি ছাত্রলীগের চারা রোপন
Published: 2019-09-29 15:23:24 BdST, Updated: 2019-12-12 22:47:54 BdST

ইবি লাইভঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন উপলক্ষে বিভিন্ন প্রজাতির ৭৩ টি বৃক্ষরোপন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। রোববার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলের সামনে এ কর্মসূচী পালন করে তারা।
এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. সেলিম তোহা, শাখা ছাত্রলীগ নেতা তৌকির মাহফুজ মাসুদ, জোবায়ের আল মাহমুদ, মিজানুর রহমান লালন, ফয়সাল সিদ্দিকী আরাফাতসহ অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর মাধ্যমে নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও আশু মঙ্গল কামনা করেন।
উল্লেখ্য, এর আগে শনিবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি করে শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।
ঢাকা, ২৯ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড