ডেঙ্গু প্রতিরোধে ওসমানী মেডিকেলে ছাত্রলীগের পরিচ্ছন্নতা কর্মসূচি
Published: 2019-07-30 12:59:21 BdST, Updated: 2019-12-10 14:55:30 BdST

লাইভ প্রতিবেদক : সারাদেশে চলমান ডেঙ্গু পরিস্থিতি বিবেচনায় রেখে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি কর্মসূচি শুরু হয়েছে।
সিওমেক ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, মেডিকেল কলেজের শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি মাথায় রেখে তারা ওই কর্মসূচি হাতে নিয়েছেন। তারা আশাবাদ ব্যক্ত করেন পর্যায়ক্রমে সম্পূর্ণ মেডিকেল কলেজ ও হোস্টেল এলাকা তারা এ কর্মসূচির আওতায় আনবেন।
কর্মসূচিতে সিওমেক ছাত্রলীগ নেতা শেখ হাসিবুর রহমানের নেতৃত্বে অংশ নেন ছাত্রলীগ নেতা সুমন রায়, মঈনুল ইসলাম, তৌহিদুল ইসলাম নাদিদ, নিয়ামুল হক, মাসুদ রানা, রাহাত জুবায়ের, মুক্তাদির আবির, নিয়াজ রাফসান প্রমুখ ।
ঢাকা, ৩০ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//সিএস