মদনে ছাত্রদলের ঈদ সামগ্রী বিতরণ
Published: 2020-05-22 22:56:44 BdST, Updated: 2021-01-17 02:38:39 BdST
লাইভ প্রতিবেদকঃ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরের পক্ষ থেকে নেত্রকোনার মদন উপজেলায় কর্মহীন অভাবী লোকজনের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার পৌর সদরের বাবরের নিজ বাড়ি বারিভেদেরা থেকে ২৫০ জন মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেন মদন উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম আকন্দ, উপজেলা বিএনপির সদস্য সচিব বদরুজ্জামান শেখ মানিক।
এছাড়া সাবেক পৌর সভাপতি কামরুজ্জামান চন্দন, সাবেক পৌর সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান তাং খোকন, উপজেলা ছাত্রদলের সাবেক আহব্বায়ক হুমায়ূন কবির, পৌর ছাত্রনেতা মাহমুদুর রহমান মিঠু, শামীম হাসান প্রমূখ।
ঢাকা, ২২ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এআইটি