বরেন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা বহিষ্কার
Published: 2019-08-20 21:47:03 BdST, Updated: 2021-01-22 19:11:20 BdST

লাইভ প্রতিবেদক: বরেন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম ইউনুস হাসান অন্তুকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে রাজশাহী মহানগর ছাত্রলীগ।
রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী মহানগরের সভাপতি রকি কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিবের যৌথ সম্মতিক্রমে তাকে বহিষ্কার করা হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার সকালে সংগঠনের নিয়ম-শৃঙ্খলা ভঙ্গ ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার দায়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম ইউনুস হাসান অন্তুকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
ঢাকা, ২০ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম.কম)//এমআই