জাককানইবিতে "বঙ্গবন্ধু কুইজ টেস্ট-২০২০" আয়োজন
Published: 2020-12-02 17:14:48 BdST, Updated: 2021-01-23 10:49:32 BdST

জাককানইবি লাইভঃ বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, রাজনীতি, আদর্শ ও চেতনায় শিক্ষার্থীদের উজ্জীবিত করার লক্ষ্যে অনলাইনে "বঙ্গবন্ধু কুইজ টেস্ট-২০২০" আয়োজন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি)।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক এবং বঙ্গবন্ধু কুইজ টেস্ট ২০২০ উদযাপন কমিটির সদস্য সচিব ড. শেখ সুজন আলী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আগামী ১৬ ডিসেম্বর ২০২০ রাত ৮.০০ টা থেকে ৮.৩০ মিনিট পর্যন্ত গুগল ডকের মাধ্যমে অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু কুইজ টেস্ট। এছাড়াও আগ্রহী শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বানও জানান তিনি।
তিনি আরো জানান, কুইজ প্রতিযোগিতায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী এবং কারাগারের রোজনামচা বইয়ের আলোকে প্রশ্ন করা হবে। শিক্ষার্থীরা এই পাঠ্যসূচি অনুসরণ করে প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। প্রতিযোগিতায় নৈর্ব্যক্তিক (এমসিকিউ), এক কথায় উত্তর ও বর্ণনামূলক প্রশ্ন থাকবে বলেও জানিয়েছেন তিনি।
ঢাকা, ০২ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেজে//এমজেড