রাবির নতুন রেজিস্ট্রার প্রফেসর আবদুস সালাম
Published: 2021-01-07 18:08:14 BdST, Updated: 2021-01-25 19:20:22 BdST

রাবি লাইভঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবদুস সালাম। পরীক্ষা নিয়ন্ত্রক থেকে তাকে রেজিস্ট্রার পদে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে তিনি নতুন দায়িত্বে যোগদান করেছেন। বিষয়টি নিশ্চিত করেন জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. আজিজুর রহমান।
অধ্যাপক আবদুস সালাম ১৯৬৯ সালে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থানসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ২০০০ থেকে ২০০৭ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ছিলেন। এরপর ২০১৯ সাল থেকে চুক্তিভিত্তিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন।
এ দিকে বিশ্ববিদ্যালয়ের অপর এক আদেশে পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের উপ-রেজিস্ট্রার মো. আলমগীর হোসেন সরকারকে ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনিও দায়িত্বে যোগ দিয়েছেন।
ঢাকা, ০৭ জানুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//আরআর//এমজেড