বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তিন বিভাগে নতুন বিভাগীয় প্রধান
Published: 2021-01-24 20:01:12 BdST, Updated: 2021-02-28 15:09:17 BdST

বেরোবি লাইভঃ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগ এবং একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগে নতুন বিভাগীয় প্রধান নিয়োগ করা হয়েছে।
বেরোবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও এর নির্দেশে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্ণেল আবু হেনা মুস্তাফা কামাল এএফডব্লিউসি, পিএসসি (অব.) স্বাক্ষরিত পৃথক আদেশে এই নিয়োগ প্রদান করেন।
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ গোলাম রাব্বানী এবং একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আমির শরীফ বিভাগীয় প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন।
তাঁদের এই নিয়োগ আদেশ ২১ জানুয়ারি ২০২১ তারিখ পূর্বাহ্ন থেকে কার্যকর হবে।
ঢাকা, ২৪ জানুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড