রাজধানীর মোহাম্মদপুরে স্কুল ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা
Published: 2019-09-05 16:11:49 BdST, Updated: 2019-12-09 02:41:30 BdST

লাইভ প্রতিবেদক: ঘাতকের ছুরিকাঘাতে স্কুলছাত্রের প্রাণহানির ঘটনা ঘটেছে। রাজধানীর মোহাম্মদপুর এলাকায় চাঁনমিয়া হাউজিংয়ে ছুরিকাঘাতে ওই স্কুলছাত্র নিহত হয়। নিহত স্কুলছাত্রের নাম মো. মহসিন (১৬)। বুধবার রাতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। আহতরা হলেন, সাব্বির (১৭), রাকিব (১৭) ও রুবেল (২৩)।
মোহাম্মদপুর থানার এসআই রাকিবুল ইসলাম জানান, অভ্যন্তরীণ কোন্দলের কারণে বুধবার রাত ৮ টায় চাঁনমিয়া হাউজিং এলাকায় একদল যুবক স্কুলছাত্র মহসিনসহ তার সহপাঠীদের ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মহসিনকে মৃত ঘোষণা করেন।
ঢাকা, ০৫ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম.কম)//এমআই