টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
Published: 2021-01-20 11:51:21 BdST, Updated: 2021-03-09 03:29:49 BdST

স্পোর্টস লাইভঃ জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
এই ম্যাচ দিয়েই প্রথমবার দর্শকহীন কোনও মাঠে খেলার স্বাদ পেতে যাচ্ছে তামিমরা। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে করোনার জন্য প্রবেশের সুযোগ পাচ্ছেন না কোনও দর্শক। একই সঙ্গে তারা প্রথম ওয়ানডে দিয়েই ৩১৪ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলো।
উল্লেখ্য, গত বছরের ১১ মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে খেলা টি-টোয়েন্টি ছিল স্বাগতিকদের খেলা শেষ আন্তর্জাতিক ম্যাচ।
ঢাকা, ২০ জানুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড