
লাইভ ডেস্ক: তুরস্কভিত্তিক এয়ারলাইন কোম্পানির একজন ফ্লাইট অ্যাটেনডেন্ট সম্প্রতি ফ্লাইটে খাবারের মধ্যে একটি সাপের মাথা খুঁজে পাওয়ার অভিযোগ করেছেন। বিষয়টি নিয়ে হইচই পড়ে গেছে।
ওই কোম্পানির এক ফ্লাইট অ্যাটেনডেন্ট এ ঘটনার শিকার হন। তাকে পরিবেশন করা খাবারে সাপের মাথা পাওয়া গেছে। ওই ব্যক্তি অভিযোগ করার পর বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।
এনডিটিভির খবরে বলা হয়েছে, গত ২১ জুলাই তুরস্কের আঙ্কারা থেকে জার্মানির ডুসেলডর্ফ যাওয়ার সময় ফ্লাইটে দেওয়া খাবারে সাপের মাথা পান ওই ফ্লাইট অ্যাটেনডেন্ট।
এভিয়েশন ব্লগের উদ্ধৃতি দিয়ে দ্য ইন্ডিপেনডেন্ট’র প্রতিবেদনে বলা হয়েছে, পরিবেশিত খাবারে আলু ও সবজির একটি পদে সাপের মাথা দেখতে পান প্লেনের ওই ক্রু। পরে তিনি ভিডিও করে সেটি টুইটারে শেয়ার করেন।
তুরস্কের সান-এক্সপ্রেসের এক প্রতিনিধি জানান, ওই ঘটনার পর এয়ারলাইন কর্তৃপক্ষ খাবার সরবরাহকারী কোম্পানির সঙ্গে চুক্তি স্থগিত করে। ‘অগ্রহণযোগ্য’ ঘটনাটি তদন্ত করছে বলেও জানিয়েছে তারা। এক বিবৃতিতে এয়ারলাইন কর্তৃপক্ষও বিষয়টি নিশ্চিত করেছে।
অপরদিকে, খাবারে সাপের মাথা যাওয়ার বিষয়টি অস্বীকার করেছে প্লেনটিতে খাবার সরবরাহকারী ক্যাটারিং সংস্থা। সানকাক ইনফ্লাইট সার্ভিস নামে সংস্থাটির দাবি, রান্না করার সময় খাবারের মধ্যে অন্য কোনো উপাদান সরবরাহ করা হয়নি। ২৮০ ডিগ্রি সেলসিয়াসে খাবারগুলো রান্না করা হয়েছে। সেখানে সাপের মাথা যাওয়ার প্রশ্নই আসে না। সূত্র: এনডিটিভি
ঢাকা, ২৫ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড
আপনার মূল্যবান মতামত দিন: