Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

পরীক্ষায় মেসি সম্পর্কে প্রশ্ন, উত্তর দেয়নি নেইমার ভক্ত ছাত্রী

প্রকাশিত: ২৬ মার্চ ২০২৩, ২০:২১

নেইমার ভক্ত ছাত্রী

আন্তর্জাতিক লাইভ: দক্ষিণ ভারতের রাজ্য কেরালা তার ফুটবল ভক্তদের জন্য পরিচিত। কাতারে ফিফা বিশ্বকাপের সময় রাজ্যটি অনেকবার খবরের শিরোনামে এসেছিলো। নদীতে ভক্তদের রাখা বিশাল কাটআউটই হোক বা ব্রাজিলের তারকা খেলোয়াড় নেইমারের তার ভক্তদের পাঠানো ব্যক্তিগত টুইটই হোক-কেরালা যে ফুটবলঅন্ত প্রাণ তা বলার অপেক্ষা রাখে না। বিশ্বকাপের কয়েক মাস পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন আরেক ব্রাজিল ভক্ত। এই খুদে ব্রাজিল ভক্তের নাম রিসা ফাতিমা পিভি। বয়স ৯ বছর। থিরুরের পুথুপল্লীর শাস্থ এএলপি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী সে। রিসা ফাতিমার মালায়ালাম পরীক্ষার উত্তরপত্র সামাজিক মিডিয়া প্ল্যাটফর্ম জুড়ে ভাইরাল হয়েছে। প্রশ্নপত্রে আর্জেন্টিনার ফুটবলার মেসির একটি সংক্ষিপ্ত জীবনী লিখতে বলা হয়েছিলো। প্রশ্নটি ছিল ৪ নম্বরের।

উত্তরে মেসির তার বাবা-মায়ের নাম, তার ফুটবল জীবনের কৃতিত্ব এবং তারকার একটি ফটোসহ অন্যান্য বিষয়গুলি বিস্তারিত লেখার কথা বলা হয়েছিল। প্রশ্নের উত্তরে রিসা সংক্ষিপ্তভাবে একটি কথাই জানিয়েছে-"আমি প্রশ্নের উত্তর দেব না। আমি ব্রাজিলের ভক্ত। আমি নেইমারকে পছন্দ করি। আমি মেসিকে পছন্দ করি না। ব্রাজিল ভক্তের এই কীর্তি দেখে হতবাক নেট দুনিয়া, সেই সঙ্গে উচ্ছসিত ব্রাজিল ভক্তরা।

ঢাকা, ২৬ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম) //এমএফ

 


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ