Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

গবেষণায় সংস্কৃতি মন্ত্রনালয়ের অনুদান পেলেন ববির দুই শিক্ষক

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২২, ০১:১৯

বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক

২০২১-২২ অর্থবছরের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে গবেষণার জন্যে Investigation of Popular Folk Culture of Barishal and Planning Preservation Policy বিষয়ে অনুদান প্রদান করা হবে।

এতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক গবেষণা প্রকল্পে ৪ লক্ষ ৯৪ হাজার টাকার অনুদান পেয়েছেন। ছয় মাসের প্রজেক্টে এ গবেষণায় নেতৃত্ব দিবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মো. তানভীর কায়সার। সাথে আছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. ঈশিতা হায়দার।

এর আগে গত ১৩ এপ্রিল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব শরীফ নজরুল ইসলাম স্বাক্ষরিত নোটিশে অনুদান প্রদানের বিষয়টি জানানো হয়।

গবেষণা বিষয়ে জানতে চাইলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মো. তানভীর কায়সার বলেন, গবেষণার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক ভাবে অবদান রাখতে চাই। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি বৃদ্ধিতে অনু পরিমান ভূমিকা রাখতে পারলেও নিজেকে ধন্য মনে করবো।

ঢাকা, ২১ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজে//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ