Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ৪ঠা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

''পদ্মা সেতু এক আবেগ ও ভালোবাসার নাম''

প্রকাশিত: ২৬ জুলাই ২০২২, ০৭:০৮

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন

ববি লাইভ: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভিসি অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন বলেন, পদ্মা সেতু বাঙালীর জন্য এক আবেগ ও ভালোবাসার নাম। সকল ষড়যন্ত্রকে উপড়ে ফেলে নিজেদের অর্থায়নে পদ্মা সেতু করে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উচু করে দাড়িয়েছে, বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের আয়োজনে পদ্মা বহুমুখী সেতু ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

সোমবার (২৫ জুলাই) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে টুর্ণামেন্টের উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন ও বিশেষ অতিথি ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

শেরে বাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, প্রক্টর, প্রভোস্ট, বিভাগীয় প্রধান, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ, দপ্তর প্রধানসহ শেরে বাংলা হলের আবাসিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। “পদ্মা বহুমুখী সেতু ফুটবল টুর্ণামেন্ট-২০২২” এ শেরে বাংলা হলের শিক্ষার্থীরা ৪টি দলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করবেন। দলগুলো হচ্ছে বিজয় একাত্তর, স্বাধীন বাংলা ফুটবল, বঙ্গবন্ধু স্যাটালাইট এবং ওরা এগারো জন। আগামী ৩১ জুলাই টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

ঢাকা, ২৫ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজে//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ