Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ববিতে গুচ্ছের খ ইউনিটের পরীক্ষা দিবে ৩৪২৪ জন পরীক্ষার্থী

প্রকাশিত: ১২ আগষ্ট ২০২২, ২২:৩৪

ববিতে গুচ্ছের খ ইউনিটের পরীক্ষা দিবে ৩৪২৪ জন পরীক্ষার্থী

ববি লাইভ: দেশে দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার খ ইউনিটের ভর্তি পরীক্ষা৷ আগামী ১৩ আগস্ট দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মানবিক (খ) ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। গুচ্ছ ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় ৷

জানা যায়, গুচ্ছের 'খ' ইউনিটের পরীক্ষায় বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে ৷ বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্র সর্বমোট ৩৪২৪ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে ৷

গুচ্ছ ভর্তি পরীক্ষার আহবায়ক কমিটি সূত্রে জানা যায়, পরীক্ষা শুরু হবার এক ঘন্টা পূর্বে শিক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত থাকতে হবেকোন প্রকার ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না ৷ রুম খোলা হবে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে। প্রবেশপত্র ও নির্দেশিত অন্যান্য কাগজপত্রসহ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

এ বিষয়ে গুচ্ছভিত্তিক পরীক্ষার খ ইউনিটের যুগ্ন আহবায়ক ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ কেন্দ্রের পরিচালক ড.মো.তারেক মাহমুদ আবির ক্যাম্পাসলাইভকে বলেন,আগামী ১৩ই আগস্ট গুচ্ছের খ ইউনিটের পরীক্ষার জন্য সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

গুচ্ছের প্রতিনিধি দল ইতিমধ্যে আমাদের মাঝে এসেছেন ৷ বরাবরের মতো এবারও গুচ্ছভিত্তিক এই পরীক্ষার জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে ৷ পরীক্ষার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপ, বিএনসিসি সেনা ও নৌ শাখার সদস্য মোতায়ন থাকবে ৷

এছাড়াও যানজট নিরাসনে বরিশালের ট্রাফিক কমিশনারের সাথে আলোচনা হয়েছে,তাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি ৷


ঢাকা, ১২ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//বিএসসি


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ