Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ১লা মে ২০২৪, ১৮ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com
ববিতে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালিত...

''নতুন প্রজন্মকে শেখ রাসেল সম্পর্কে জানতে হবে''

প্রকাশিত: ১৯ অক্টোবার ২০২২, ০৬:২৫

আলোচনা সভায় বক্তব্য রাখছেন উপাচার্য

ববি লাইভ: নতুন প্রজন্মকে শেখ রাসেল সম্পর্কে জানতে হবে বলে মন্তব্য করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। মঙ্গলবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন উদযাপন অনুষ্ঠানে তার বক্তব্যে এ কথা বলেন তিনি।

এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের আয়োজনে স্মারক বৃক্ষরোপন, কেক কাটা, আলোচনা সভার আয়োজন করা হয়। দুপুর ২ টায় স্মারক বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে বিকাল ৩টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, ডিন, রেজিস্ট্রার, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক,আবাসিক হলের প্রাধ্যক্ষ, প্রক্টর, বিভিন্ন সংগঠনের সভাপতি, সাধারন সম্পাদক ও শিশুদের সাথে নিয়ে কেক কাটেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক জ্যোতির্ময় বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। এসময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, নতুন প্রজন্মকে শেখ রাসেল সম্পর্কে জানতে হবে। শেখ রাসেল দিবস উদযাপনের প্রাসঙ্গিকতাই হচ্ছে ভবিষ্যত প্রজন্মের কাছে শেখ রাসেলের আত্মত্যাগকে তুলে ধরা।

উপাচার্য আরও বলেন, কতটা নৃশংস, অমানবিক এবং চুড়ান্ত পর্যায়ের মানবাধিকার হরণ হলে এগারো বছরের একটি ছোট শিশুকেও নির্মম হত্যাকাণ্ডের শিকার হতে হয়। একজন বাঙালী হিসেবে বঙ্গবন্ধু, মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও তৎপরবর্তী সঠিক ইতিহাস তরুণ প্রজন্যকে জানানোর দায়িত্ব আমাদের। আর তাহলেই শেখ রাসেল দিবস উদযাপন হবে।

সভায় বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। এসময় অন্যান্যদের বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি ড. আব্দুল কাইউম, প্রক্টর ড. খোরশেদ আলম, ছাত্র নির্দেশনা ও পরামর্শ কেন্দ্রের পরিচালক ড. তারেক মাহমুদ আবীর, অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু হাচান গ্রেড ১১-১৬ কল্যান পরিষদের সভাপতি শাহাজাদা খান ও গ্রেড ১৭-২০ কল্যান পরিষদের সাধারন সম্পাদক শফিকুর রহমান। রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. হালিমা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ঢাকা, ১৮ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজে//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ