Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ববি শিক্ষক সমিতির নির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

প্রকাশিত: ১৪ ডিসেম্বার ২০২২, ০২:৪১

ববি শিক্ষক সমিতির ভোটগ্রহণ

ববি লাইভ: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শিক্ষক সমিতির নির্বাচনের ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়, যা চলে দুপুর ৩টা পর্যন্ত।

নির্বাচনে একশত ৯৭ জন শিক্ষক তাদের ভোটারাধিকার প্রয়োগ করেন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুব্রত কুমার দাস।

এবছর শিক্ষক সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাফর-বাতেন এবং আরিফ-রিফাত ২টি প্যানেল। নির্বাচনে ১৫টি পদের বিপরীতে আরিফ-রিফাত প্যানেল ১৫টি পদেরই নির্বাচনে প্রার্থী দিয়েছেন। অপরদিকে, জাফর-বাতেন প্যানেল ১০টি পদের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রধান নির্বাচন কমিশনার ড. সুব্রত কুমার দাস ক্যাম্পাসলাইভকে বলেন, সুষ্ঠু ও সুন্দরভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন গণনা চলছে। বিকাল ৫ টায় ফলাফল ঘোষণা করা হবে।

ঢাকা, ১৩ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজে//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ