Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ১৯শে মার্চ ২০২৪, ৫ই চৈত্র ১৪৩০
teletalk.com.bd
thecitybank.com
৬টি অনুষদে ২৪টি বিভাগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের চার বিভাগ সেশনজটমুক্ত

প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০২৩, ০০:০৭

বরিশাল বিশ্ববিদ্যালয়ের চার বিভাগ সেশনজটমুক্ত

জাকির হোসেন, ববি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ৬টি অনুষদে ২৪টি বিভাগ রয়েছে। এর মধ্য ২০টি বিভাগেই রয়েছে সেশনজট। সেশনজটমুক্ত মাত্র ৪টি বিভাগ। ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ২০টি বিভাগের এক হাজারের অধিক শিক্ষার্থী এই সেশনজটের কবলে পড়েছেন।

তীব্র সেশনজটের কারনে অনার্স শেষ না হওয়ায় ৪৫তম বিসিএসে আবেদন করতে পারছেন না এই ২০ বিভাগের শিক্ষার্থীরা। সেশনজটের কারনে সরকারি চাকরি থেকে পিছিয়ে পড়ছেন এসব শিক্ষার্থীরা। এদিকে ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থীরা এবছরের ৭ই জানুয়ারী তাদের ক্লাস কার্যক্রমের ৫ম বর্ষপূর্তি হয়েছে ৷

খোঁজ নিয়ে জানা যায়, ২০১৭-১৮ সেশনে বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং অনুষদে ৫টি বিভাগ ছিল ৷ এই ৫ টি বিভাগের ৫টিতেই সেশনজট রয়েছে। সিএসই বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ৬ মাসের জট রয়েছে। গণিত, রসায়ন ও ভূতত্ত্ব খনিবিদ্যা বিভাগের এক সেমিস্টার করে জট রয়েছে। পদার্থ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা চলমান যা জানুয়ারিতে শেষ হবে। পরিসংখ্যান বিভাগ ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকে চালু হয়েছে ৷ যেখানে সেশনজট নেই ৷

জীব বিজ্ঞান অনুষদের ৪টি বিভাগের ২টিতে জট রয়েছে। কোস্টাল এন্ড ডিজিস্টার ম্যানেজমেন্ট, প্রাণরসায়ন ও জৈবপ্রযুক্তি বিভাগ। প্রাণরসায়ন ও জৈবপ্রযুক্তি বিভাগের ৪র্থ বর্ষের ফাইনাল পরীক্ষা চলমান। অন্যদিকে কোস্টাল এন্ড ডিজিস্টার ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা ৪র্থ বর্ষের ক্লাস করছে ৷

ব্যবসায় শিক্ষা অনুষদের ৪টি বিভাগের প্রত্যেকটিতে জট রয়েছে। ২০১৭-১৮ সেশনের ৪টি বিভাগের কোন বিভাগের শিক্ষার্থীরা অনার্স শেষ করতে পারেনি। সব থেকে এগিয়ে ম্যনেজমেন্ট বিভাগ ৷ যাদের ৮ম সেমিস্টারের ফাইনাল পরীক্ষার রুটিন দিয়েছে যার পরীক্ষা শুরু হবে আগামী জানুয়ারি থেকে।

সামাজিক বিজ্ঞান অনুষদের ৫টি বিভাগের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ছাড়া বাকি ৪টি বিভাগেই সেশনজট রয়েছে। অর্থনীতি বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থীদের ৭ম সেমিস্টার এখনো শেষ করতে পারেনি। লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরাও পিছিয়ে আছেন। সমাজবিজ্ঞান বিভাগের ১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ৮ম সেমিষ্টারের ক্লাস করছে।

কলা ও মানবিক অনুষদের ৪ বিভাগের ৩টিতে জট রয়েছে। ইংরেজি ও বাংলা বিভাগের ১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অনার্স শেষ করতে পারেনি ৷ অপরদিকে,আইন অনুষদের আইন বিভাগের ১৭-১৮ সেশনের ফাইনাল পরীক্ষা চলমান যেটা জানুয়ারিতে শেষ হবে। ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকে কলা ও মানবিক অনুষদে ইতিহাস বিভাগ চালু হয় যেখানেও সেশন জট রয়েছে নয়মাসের ৷

শিক্ষার্থীদের অভিযোগ, কোভিড-১৯ পরবর্তী সময়ে সংশ্লিষ্টদের কার্যকরী পদক্ষেপ না থাকায়, এ সেশনজটের সৃষ্টি হয়েছে। বিভাগ সংশ্লিষ্টদের আন্তরিকতার ঘাটতির পাশাপাশি নিয়োগ কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা থাকায় সৃষ্টি হওয়া শিক্ষক সংকটকেও এটির পেছনে দায়ী করছেন তারা।

কোস্টাল এন্ড ডিজিস্টার ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী কবীর (ছদ্মনাম) ক্যাম্পাসলাইভকে বলেন, সেশনজটের অন্যতম প্রধান সমস্যা হচ্ছে পূর্ববর্তী সেমিস্টারের রেজাল্ট দেরিতে প্রকাশিত হওয়া।আমাদের তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা রেজাল্ট এখনো দেই নি ৷ পাশাপাশি আমাদের বিভাগের শিক্ষক সংকট রয়েছে যার কারণে এমন সমস্যায় পড়তে হচ্ছে৷

মার্কেটিং বিভাগের এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে ক্যাম্পাসলাইভকে বলেন, সেশনজটের কারনে আমাদের পড়াশোনায় মনোযোগ দিতে পারছি না। পরিবারথেকেও নানান চাপ সৃষ্টি হচ্ছে। অন্যআন্য বিশ্ববিদ্যালয়ে আমার সহপাঠীদের অনার্স শেষ হয়েছে অনেকে চাকরিও করছে সেখানে আমরা এখনো অনার্স শেষ করতে পারলাম না।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন সহযোগী অধ্যাপক শফিকুল আলম ক্যাম্পাসলাইভকে বলেন, আমাদের সেশনজটের পিছনে কিছু সংকট রয়েছে যেমন ল্যাব সংকট, শিক্ষক সংকট অনেক সময় দেখা যায় পরীক্ষার ফলাফল প্রকাশে বিভিন্ন কারনে দেরি হয় এর কারনে পরবর্তী সেমিস্টারের পরীক্ষা নিতে পারিনা। উক্ত সংকট নিরসনে আমরা কাজ শুরু করেছি প্রশাসনও আমাদের কাজে যথেষ্ট সাহায্য করছে আশা রাখছি আগামীতে সেশনজট কমে আসবে।

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক দিল আফরোজ খানম ক্যাম্পাসলাইভকে বলেন, সেশনজট নিরসনে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি ইতিমধ্যে আমরা বিভাগগুলোর সাথে বসে আলোচনা করেছি। আমাদের একাডেমিক ক্যালেন্ডার তৈরি করা শেষ পরবর্তি সেশনগুলো আশারাখছি আর জটে পড়বে না। তিনি আরও বলেন, যে সমস্ত বিভাগুলোতে জট থাকবে না তাদেরকে ডিন অফিস থেকে পুরস্কৃত করা হবে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া ক্যাম্পাসলাইভকে বলেন, আমি খুব অল্প দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছি,তবে আমি এসেই শিক্ষার্থীদের সেশনজট নিরসনে কিছু শিক্ষার্থীবান্ধব পরিকল্পনা গ্রহণ করেছি এবং শীঘ্রই পরিকল্পনা অনুযায়ী শিক্ষার্থীদের ভোগান্তি লাগবে আমরা সেগুলো বাস্তবায়ন করবো।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিনের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি ৷

ঢাকা, ১৪ জানুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//বিএসসি


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ