Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বরিশাল বিশ্ববিদ্যালয়ে হলে এককালীন অতিরিক্ত ফি আদায়, ক্ষোভ

প্রকাশিত: ২২ মার্চ ২০২৩, ১৬:৫৮

বরিশাল বিশ্ববিদ্যালয়ে হলে এককালীন অতিরিক্ত ফি আদায়

ববি লাইভ: বরিশাল বিশ্ববিদ্যালয়ে(ববি) শেরে বাংলা হলে এককালীন অতিরিক্ত হল ফি ধার্য করায় অসন্তোষ দেখা দিয়েছে শিক্ষার্থীদের মাঝে। গত ১৯ মার্চ (রবিবার) আবেদনকৃত শিক্ষার্থীদের আসন বরাদ্দ দেওয়া হয়। এক নোটিশে বরাদ্দকৃত শিক্ষার্থীদের আগামী ২০ মার্চ থেকে ২৮মার্চের মধ্য হলফি পরিশোধের জন্য বলা হয়েছে। সেখানে হল সিট ভাড়া দ্বৈতবাসিক ১৫মাসের জন্য ২২৫০টাকা, হল সংস্থাপন ফি ১০০০টাকা, হল জামানত ফি ফেরতযোগ্য এককালীন ১০০০টাকাসহ অন্যআন্য ফি বাবদ মোট ৬০৯৬ টাকা।

হলে প্রথমে আবাসিক হওয়ার জন্য একজন শিক্ষার্থীকে গুণতে হচ্ছে ছয় হাজারের বেশি টাকা ৷ ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি সামনে রেখে এককালীন এত টাকা হল ফি এখন শিক্ষার্থীদের গলার কাটা।

এর আগে শেরে বাংলা হলে এবছরের ফেব্রুয়ারীর ১৫ তারিখে নতুন আসনে বরাদ্দকৃত শিক্ষার্থীদের জন্য ১ বছরের হলফি ধার্য করা হয় ৪৯৩০টাকা।পাশাপাশি অবস্থিত বঙ্গবন্ধু হলে প্রথমে একজন শিক্ষার্থীকে আবাসিক হওয়ার জন্য ছয় মাসে পরিশোধ করতে হয় ৩৩৯০টাকা৷ কিন্তু এবার একসাথে ১৫মাসের ফি একসাথে ধার্য করায় ক্ষুদ্ধ আসন পাওয়া শিক্ষার্থীরা৷

রসায়ন বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী আব্দুল মোমিন ক্ষুদ্ধ হয়ে বলেন, ‘হলে সিট দেওয়া হয় আর্থিকভাবে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের। একজন অস্বচ্ছল শিক্ষার্থীর পক্ষে কীভাবে এতটাকা দেওয়া সম্ভব? হলের আবেদনপত্র দেওয়ার সময় ঘোষনা দিতে পারত যারা ৬ হাজার টাকা দিতে পারবে তারা আবেদন করবে বাকিদের আবেদন করার প্রয়োজন নেই। এক সপ্তাহ আগে ফর্মফিলাপ করেছি ২০০০টাকায় এখন ২৮তারিখের মাঝে কীভাবে এতটাকা দিব?’

নতুন সিট পাওয়া আরেক শিক্ষার্থী কমল (ছদ্মনাম)ক্যাম্পাসলাইভকে বলেন, ‘শেরেবাংলা হলে উঠতে ৬০৯৬টাকা দেওয়া লাগছে৷ যা রীতিমতো একজন ছাত্রের কাছে বোঝাস্বরূপ। বর্তমানে প্রত্যেক ছাত্রদের জন্য এতটাকা জমা দেওয়া খুবই কঠিন হয়ে উঠেছে। কারণ বাইরে থাকতে গেলেও একসাথে এত টাকা দেওয়া লাগতো না। এই দিকগুলো বিবেচনা করে হল কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়ার দরকার বলে আমি মনে করি।’

অতিরিক্ত হল ফি সম্পর্কে জানতে চাইলে শেরে বাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়া ক্যাম্পাসলাইভকে বলেন, ‘সাধারণত আমরা এক বছরের টাকা নেয় কিন্তু এখন যেহেতু মার্চ মাস, আর আমরা হিসাব করি জুন মাস থেকে, তাই আগামী জুন (১৫) মাস পর্যন্ত সমতা বজায় রাখার জন্য ও হিসাব রাখার সুবিধার্থে এই ৩মাসের টাকা একসাথে নেওয়া হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘কোনো শিক্ষার্থীর একসাথে হলফি দিতে সমস্যা হলে শেরে বাংলা হলের প্রভোস্ট অফিসে যোগাযোগ করার জন্য বলা হলো ৷’

ঢাকা, ২২ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএইচ//এমএফ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ