
ঢাবি লাইভ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৪ মে। এদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ভোট গ্রহণ চলবে।
ইতোমধ্যে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল এবং বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল প্যানেলসহ মনোনয়ন জমা দিয়েছে।
গত বৃহস্পতিবার নির্বাচনের প্যানেল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে নীল দল ও সাদা দল তাদের ৩৫ সদস্যের মনোনীত প্যানেল রেজিস্টার কার্যালয়ের নির্বাচন শাখায় জমা দিয়েছে। ১৬ মে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।
আজ (রোববার) বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও নির্বাচন কমিশনার প্রফেসর মমতাজ উদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ভোটার প্রায় ২ হাজার শিক্ষক। সিনেটে সর্বশেষ শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৭ সালে। ওই নির্বাচনে আওয়ামীপন্থী নীল দলের ৩৩ জন ও বিএনপিপন্থী সাদা দলের দুই জন শিক্ষক নির্বাচিত হয়েছিল।
ঢাকা, ১৫ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড
আপনার মূল্যবান মতামত দিন: