Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ২৯শে নভেম্বর ২০২৩, ১৫ই অগ্রহায়ণ ১৪৩০
teletalk.com.bd
thecitybank.com

চবিতে ক্লাস চলাকালে খুলে পড়লো সিলিং ফ্যান

প্রকাশিত: ২০ মে ২০২২, ০৭:০৭

শ্রেণিকক্ষে সিলিং ফ্যান খুলে পড়েছে

চবি লাইভ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ক্লাস চলাকালেই শ্রেণিকক্ষের ফ্যান খুলে পড়ার ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ক্লাস চলাকালীন এই দূর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৯ মে) দুপুর ১২টার দিকে ওই বিভাগের ২য় বর্ষের শ্রেণিকক্ষে পরিসংখ্যান কোর্সের ক্লাস চলছিল বলে জানা গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

ওই ক্লাসে থাকা এক শিক্ষার্থী জানান, এদিন আমাদের একটা মাত্র ক্লাস ছিল। এ জন্য শিক্ষার্থী উপস্থিতি কম ছিল। দুপুর সোয়া ১২টার দিকে হঠাৎ ক্লাসরুমের শেষ দিকের কর্নারের ফ্যানটি খুলে পড়ে। এ ঘটনায় সবাই আতঙ্কিত হয়ে পড়ি। তবে কারও কোনও ক্ষতি হয়নি।

অর্থনীতি বিভাগের সভাপতি প্রফেসর ড. মোদাব্বের আহমেদ জানান, এ বিষয়ে আমি খোঁজ নিয়েছি। তবে কোনো শিক্ষার্থী আহত হননি। কিছুদিন আগে ক্লাস রুমগুলোতে রঙের কাজ করানো হয়েছে। হয়তো তখন কোনো ভুলের কারণে এমনটা হয়েছে বলে জানান তিনি।

ঢাকা, ১৯ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ