Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

চুয়েটে ‘পাবলিক প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ শুরু

প্রকাশিত: ২৯ জুন ২০২২, ০৫:৫৪

‘পাবলিক প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ

চুয়েট লাইভ: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের আয়োজনে “পাবলিক প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট” শীর্ষক তিনদিনব্যাপী এক প্রশিক্ষণ শুরু হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় চুয়েটের শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের মাল্টিপারপাজ হলে আয়োজিত উক্ত প্রশিক্ষণের উদ্বোধন করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

এতে গেস্ট অব অনার হিসেবে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী। প্রশিক্ষণের রিসোর্স পারসন হিসেবে ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের প্রকিউরমেন্ট বিশেষজ্ঞ ড. মো. নুরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের পরিচালক এবং তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান। তিনদিনব্যাপী প্রশিক্ষণে চুয়েটের বিভিন্ন বিভাগ ও দপ্তরের শিক্ষক ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

ঢাকা, ২৮ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ