Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

সাইকেলে চড়ে তেঁতুলিয়া থেকে টেকনাফে চবির ৪ শিক্ষার্থী

প্রকাশিত: ২৬ ডিসেম্বার ২০২২, ২০:০৫

চবির ৪ শিক্ষার্থী

চবি লাইভ: নৈতিক উন্নয়ন হোক টেকসই উন্নয়নের হাতিয়ার’স্লোগানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারজন শিক্ষার্থী সাইকেলে চড়ে তেঁতুলিয়া থেকে টেকনাফ ভ্রমণ করেছেন। বিজয় দিবস উপলক্ষে গত ১৬ ডিসেম্বর (শুক্রবার) সকাল ৭টায় তেঁতুলিয়ার বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে যাত্রা শুরু করেন তাঁরা।

শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে টেকনাফ জিরো পয়েন্টে এসে তাদের যাত্রা শেষ হয়।
এতে অংশ নেওয়া শিক্ষার্থীরা হলেন, চবির রসায়ন বিভাগের মাহমুদ শরীফ, মো. যায়েদ ও লোকপ্রশাসন বিভাগের তোফায়েল আহমেদ এবং থংপং ম্রো।

শিক্ষার্থীরা জানান, আমাদের লক্ষ্য পূরণের সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলো তীব্র মানসিক শক্তি। দেশের বিভিন্ন প্রান্তের ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নেওয়া এবং স্থানগুলো ঘুরে দেখার চেষ্টা করেছি। পাশাপাশি আমরা চেষ্টা করেছি সাইক্লিংকে মানুষের মাঝে আরও সুন্দরভাবে তুলে ধরতে।

তারা আরও বলেন, আমরা মনেকরি সাইকেলিংকে রাষ্ট্রীয়ভাবে উৎসাহিত করতে পরলে এটা যেমন পরিবেশবান্ধব তেমনি অনেক জ্বালানিও বাঁচানো সম্ভব হবে। ভার্চুয়াল জগত থেকে বের হয়ে সুন্দর, সবুজের সমারোহ বাংলার বাস্তব সৌন্দর্য উপলব্ধি করেছি আমরা। এ যাত্রায় আমরা বিভিন্ন জায়গায় আমাদের প্রতিপাদ্য বিষয়কে ছড়িয়ে দেয়ার চেষ্টা করেছি।

ঢাকা, ২৬ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ