
চবি লাইভ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের কলা ও মানববিদা অংশভুক্ত ‘বি ইউনিটে’র ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ মঙ্গলবার (২৩ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেইজ ও ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।
এই ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ৪২ হাজার ১৯০ জন শিক্ষার্থী এর মধ্যে পাশ করেছে ১২ হাজার ৩৫২জন। সে অনুযায়ী পাশের হার ২৯.২৮ শতাংশ। এবং ফেল করেছে ২৯ হাজার ৮৩৮ জন। ফেলের হার ৭০. ৭২ শতাংশ।
ফলাফলের বিষয়ে ভর্তি পরীক্ষার কো-অর্ডিনেটর কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহবুবুল হক বলেন, ‘বি ইউনিটে’র ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে পাশের হার ২৯.২৮ শতাংশ।
এর আগে, বৃহস্পতিবার (১৮মে) ও শুক্রবার (১৯মে) তিন শিফটে ‘বি ইউনিটে’র ভর্তি পরীক্ষা সম্পন্ন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইউনিটটিতে ৫২ হাজার ৯৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৪২ হাজার ১৯০ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। এতে মোট পরীক্ষার্থীর ৭৯ শতাংশ উপস্থিত ছিল।
ঢাকা, ২৩ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএ//এমএফ
আপনার মূল্যবান মতামত দিন: