Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ৮ই মে ২০২৪, ২৫শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

কলেজের সামনেই নিজের সব সার্টিফিকেট পোড়ালেন ইডেন ছাত্রী!

প্রকাশিত: ২৫ মে ২০২৩, ২৩:৫২

সব সার্টিফিকেট পোড়ালেন ইডেন শিক্ষার্থী!

ইডেন লাইভ: সার্টিফিকেট সরকারি-বেসরকারি কোনো চাকরিতে কাজে না লাগার অভিযোগ তুলে ক্ষোভে নিজের সব কাপজপত্র পুড়িয়ে দিয়েছেনে ইডেন কলেজের এক শিক্ষার্থী। সম্প্রতি ইডেন কলেজের সামনে নিজের ফেসবুক লাইভে এসে সব সার্টিফিকেটে আগুন ধরিয়ে দেন তিনি।

জানা গেছে, সার্টিফিকেট আগুনে পোড়ানো ওই শিক্ষার্থীর নাম মুক্তা সুলতানা। সম্প্রতি তার সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা শেষ হয়েছে। এর মধ্যে তিনি বেসরকারি কোনো চাকরিতেও নিজেকে যুক্ত করতে পারেননি। সেই রাগে ফেসবুক লাইভে এসে নিজের সব একাডেমিক সার্টিফিকেট পুড়িয়ে ফেলছেন তিন।

মুক্তার অভিযোগ, সেশনজট ও করোনার কারণে চাকরির আবেদনের সময় শেষ হয়েছে তার। এ কারণে ক্ষোভ প্রকাশ করে সার্টিফিকেট পুড়িয়ে দিয়েছেন তিনি। তার দাবি অনুযায়ী, বর্তমানে এ শিক্ষার্থীর সার্টিফিকেট সরকারি-বেসরকারি কোনো চাকরিতে কাজে লাগছে না। ফলে তিনি এসব পুড়িয়ে দেন।

লাইভে দেখা যায়, তিনি তার মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তরের সার্টিফিকেট পোড়াচ্ছেন। এর আগে তিনি দেখান, তার স্নাতক পরীক্ষা ২০১৩ সালে এবং স্নাতকোত্তর পরীক্ষা ২০১৫ সালে অনুষ্ঠিত হয়েছে। ২০১৫ সালে তার পরীক্ষা হলেও ২০১৯ সালে তার সার্টিফিকেট ইস্যু হয়। ২০১৫ সালে পরীক্ষা দিয়েও তিনি ২০১৯ সাল পর্যন্ত বছর কোথাও আবেদন করতে পারেননি। চাকরির বয়সসীমা অনুযায়ী তার আবেদনের সময়ের চার বছর কাজে লাগাতে পারেননি।

ক্ষোভ প্রকাশ করে মুক্তা বলেন, যে সার্টিফিকেট দিয়ে সরকারি চাকরিতে আবেদন করা যায় না, বেসরকারি চাকরিতেও আবেদন করা যায় না, সে সার্টিফিকেট রেখে লাভ কি? পোকামাকড়ে খাওয়ার চেয়ে ছাই বানানো অনেক ভালো।

তিনি আরো বলেন, দক্ষিণ এশিয়াসহ পৃথিবীর কোথাও এই বয়স সীমা নেই। শুধু বাংলাদেশ আর পাকিস্তানে এ অবস্থা। ২৭ বছর পড়াশোনা করে যদি আবেদনই না করতে পারি, তা হলে পড়াশোনা করে লাভ কী?

ঢাকা, ২৫ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমবি//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ