
পুরোনা নিয়মে ভাতা ও পেনশন সুবিধা বহাল রাখার দাবিতে করা ধর্মঘট প্রত্যাহার করেছেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা। বুধবার দুপুর পৌনে দুইটায় এ তথ্য জানিয়েছেন রেলের রানিং স্টাফ ও কর্মচারী শ্রমিক সমিতির সভাপতি মো. রফিক চৌধুরী।
এদিকে বেতন-ভাতার (মাইলেজ) দাবিতে কর্মবিরতি করা শ্রমিকদের নিজ নিজ কাজে যোগদানের অনুরোধ জানিয়েছেন রেলওয়ে রানিং স্টাফ শ্রমিক কর্মচারী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান। তিনি বলেন, ‘রেলমন্ত্রীর সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। সকল কর্মচারীদের এখন থেকেই নিজ নিজ কর্মস্থলে যোগ দেওয়ার জন্য অনুরোধ করছি।’
এর আগে বুধবার সকাল থেকেই সারা দেশে ট্রেন চলাচল বন্ধ ছিল। রেলের রানিং স্টাফরা বেতন-ভাতা (মাইলেজ) দাবিতে এই কর্মবিরতি শুরু করেন। পরে রানিং স্টাফদের সঙ্গে আলোচনা করতে বেলা ১১টার দিকে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে যান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, রেল সচিব ড. হুমায়ুন কবীর, রেলের মহাপরিচালক ডিএন মজুমদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। তখন রানিং স্টাফদের ভাতা বাতিলের ঘোষণা সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহারের ঘোষণা দেন রেলমন্ত্রী।
ঢাকা, ১৩ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড
আপনার মূল্যবান মতামত দিন: