
লাইভ প্রতিবেদক: সড়ক দুর্ঘটনায় জয়পুরহাটের আক্কেলপুরে নাইচ আলী (৩৫) নামে এক সেনাসদস্য নিহত হয়েছে। রবিবার (১১ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে আক্কেলপুর পৌর সদরের সিঙ্গার শোরুমের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাইচ আলী উপজেলার মহিতুর গ্রামের আক্কাস আলীর ছেলে। স্থানীয় বাসিন্দা ফারুখ হোসেন বলেন, আমি ভ্যানে উঠে আক্কেলপুর থেকে বাড়ি যাচ্ছিলাম। ওই সময় সিঙ্গার শোরুমের কাছে হঠাৎ দেখি একটি মোটরসাইকেল বাসের নিচে পড়ে যায়। তখন বাসটি তার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থালেই তিনি মারা যান।
নিহতের চাচাতো ভাই হুমায়ন কবির জানান, নাইচ একজন সেনাসদস্য। সে ছুটিতে সে বাড়িতে এসেছিল। আজ সকালে আক্কেলপুরে বাজারে যায়। এরই মধ্যে মারা যাওয়ার খবর পাই।
এ বিষয়ে আক্কেলপুর থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, এ ঘটনায় বাসচালককে আটক করা হয়েছে। সেই সঙ্গে ঘাতক বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা, ১১ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড
আপনার মূল্যবান মতামত দিন: