Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জাতীয় সংগীত গাইতে না পারায় শিক্ষকের বেতন স্থগিত

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৩, ০৪:০২

জাতীয় সংগীত গাইতে না পারায় শিক্ষকের বেতন স্থগিত

ব্রাহ্মণবাড়িয়া লাইভ: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জাতীয় সংগীত গাইতে না পারায় এক শিক্ষকের বেতন স্থগিতের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার মোগড়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন।
জানা গেছে, মোগড়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনকালে শরীরচর্চা শিক্ষক মো. সোহরাব হোসেনকে জাতীয় সংগীত গাইতে বলেন জেলা প্রশাসক। কিন্তু ওই শিক্ষক সম্পূর্ণ জাতীয় সংগীত গাইতে না পারায় জেলা প্রশাসক ক্ষুব্ধ হয়ে তার বেতন স্থগিতের নির্দেশ দেন।

এদিকে মোগড়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনকালে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন উপস্থিত না থাকায় তাকে কারণ দর্শানোর নোটিশ দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ জেলা প্রশাসক।
জেলা প্রশাসক বলেন,‘যতদিন পর্যন্ত ছাত্র-ছাত্রীরা শুদ্ধভাবে সম্পূর্ণ জাতীয় সঙ্গীত গাইতে না পারবে ততদিন পর্যন্ত শিক্ষকের বেতন স্থগিত থাকবে।’

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন বলেন,‘ডিসি স্যার যে বিদ্যালয় পরিদর্শনে এসেছেন বিষয়টি আমি জানতাম না। স্যার শোকজ করতেই পারেন।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,‘ডিসি স্যার মোগড়া উচ্চ বিদ্যালয়ে গিয়ে বিভিন্ন খোঁজখবর নেন। এ সময় সম্পূর্ণ জাতীয় সঙ্গীত গাইতে না পারায় ওই বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মো. সোহরাব হোসনের বেতন স্থগিত রাখার নির্দেশ দেন। এ ছাড়া অনুপস্থিত থাকায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেনকে কারণ দর্শানোর নির্দেশ দেন।’

ঢাকা, ২৮ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএফ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ