Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ১৮ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

২২ দিনের ছুটিতে জাবি, ১ম বর্ষের ক্লাস শুরু ২৩ মে

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২২, ০৬:২২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাবি লাইভ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পবিত্র রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ২২ দিনের ছুটি শুরু হয়েছে। রবিবার থেকে শুরু হওয়া এ ছুটি চলবে ১৬ মে পর্যন্ত। সে হিসেবে ক্যাম্পাস ২২ দিন ছুটি থাকবে। ছুটিতে শ্রেণি পাঠদান বন্ধ থাকলেও আবাসিক হল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অপর দিকে বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের (৫০তম ব্যাচের) শিক্ষার্থীদের সশরীরে ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ২৩ মে থেকে তাদের ক্লাস চালু হবে।

হল প্রাধ্যক্ষ কমিটির সভাপতি প্রফেসর মোহা. মুজিবুর রহমান বলেন, কিছু সংখ্যক শিক্ষার্থী হয়ত ছুটিতে বাড়ি যাবে না, সেটি বিবেচনায় হল খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হল খোলা থাকলেও বন্ধ থাকবে ডাইনিং-ক্যান্টিন। তবে এসময় যেন শিক্ষার্থীরা বিকল্প ব্যবস্থা করতে পারে সেটিও মাথায় রাখছি।

জানা গেছে, পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে অফিস এবং ক্লাস ছুটির তারিখ ঘোষণা করা হয়। সেখানে বলা হয়, মে দিবস, পবিত্র ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে ১ মে থেকে ১৪ মে অফিস বন্ধ থাকবে। বৌদ্ধ পূর্ণিমার ছুটি ১৫ মে’র পরিবর্তে ১৬ মে করা হয়েছে।

ক্লাস ছুটির বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ এপ্রিল থেকে ১৬ মে পর্যন্ত ক্লাসসমূহ (উইকেন্ড প্রোগ্রামসহ) বন্ধ থাকবে। তবে পূর্ব নির্ধারিত পরীক্ষা থাকলে সংশ্লিষ্ট বিভাগসমূহ চাইলে পরীক্ষা চলমান রাখতে পারবে।


ঢাকা, ২৪ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ