Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ১৮ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

মসজিদ নির্মাণের দাবিতে জাবি শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশিত: ২৩ নভেম্বার ২০২২, ০২:২১

জাবি শিক্ষার্থীদের মানববন্ধন

জাবি লাইভ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আ ফ ম কামালউদ্দিন হল ও শহিদ সালাম-বরকত হল সংলগ্ন মসজিদ নির্মাণে দীর্ঘসূত্রতার প্রতিবাদে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা অতিসত্বর মসজিদ পুনর্নির্মাণের দাবি জানান।

বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে সোমবার (২১ নভেম্বর) সকাল ১১টায় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শহীদ সালাম-বরকত হলের আবাসিক শিক্ষার্থীরা জানান, মসজিদটি ভেঙে ফেলা হয়েছে ৬-৭ মাস আগে। কিন্তু বর্তমানে কাজের কোন অগ্রগতি হচ্ছে না। ভাঙা মসজিদে আমাদের নামাজ পড়তে খুবই কষ্ট হচ্ছে। বিশেষ করে এই শীতের মধ্যে খোলা মসজিদে নামাজ পড়া খুবই কষ্টকর হয়ে পড়ছে। আমাদের দাবি হচ্ছে, আগামী ৩০ নভেম্বরের মধ্যে মসজিদের কাজ শুরু করতে হবে।

এ বিষয়ে আ ফ ম কামালউদ্দিন হলের প্রাধ্যক্ষ আ স ম ফিরোজ-উল-হাসান জানান, নকশা নিয়ে জটিলতা দেখা দিয়েছিল। যার কারণে মসজিদের কাজ বন্ধ ছিল। আমরা সেটার সমাধান করেছি। আশা করছি সামনের সপ্তাহে পুনরায় কাজ শুরু করতে পারবো। এছাড়া অর্থ সংকট রয়েছে, তবে কাজ শুরু হলে, সেটার সমাধানও হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম জানান, দুই হলের প্রাধ্যক্ষ ও প্রকল্প পরিচালকের সঙ্গে আমার কথা হয়েছে। আমরা খুব দ্রুতই মসজিদের ফের কাজ শুরু করবো।

প্রসঙ্গত, দীর্ঘদিন ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকার পর ২০২২ সালের এপ্রিল মাস থেকে নতুন করে নির্মাণের উদ্দেশ্যে মসজিদটি ভেঙে ফেলার কাজ শুরু হয়।

ঢাকা, ২২ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ