Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০
teletalk.com.bd
thecitybank.com

ঢাবির ১ম বর্ষের শিক্ষার্থীদের ইফতার মাহফিল সম্পন্ন

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৩, ০২:১৩

ইফতার মাহফিল

ঢাবি লাইভ: উৎসবমুখর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১ম বর্ষের শিক্ষার্থীদের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। সোমবার (২৭ মার্চ) ঢাবির শহিদ সার্জেন্ট জহুরুল হক হলের মাঠে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

আয়োজক কমিটি জানান, "আলহামদুলিল্লাহ! অত্যন্ত প্রাণবন্ত ও সাফল্যের সাথে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। প্রথম বর্ষের শিক্ষার্থীদের এমন আয়োজন ঢাবির ইতিহাসে হয়তো প্রথম।"

সরেজমিনে দেখা যায়, আসরের নামাজের পর থেকে বিভিন্ন হলের আবাসিক- অনাবাসিক শিক্ষার্থী আসতে থাকেন। সবার মধ্যে খুশির আমেজ দেখা যায়।ইতফার শুরু হওয়ার পূর্বক্ষণে হলের মাঠ ভরে যায় শিক্ষার্থীদের আগমনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১২টি হলের শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন বলে জানা যায়। মাঠ পরিদর্শনে দেখা যায়, ৫০০ এর অধিক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

এতে শহিদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থীদের পাশাপাশি অন্যান্য হলের প্রতিনিধিরা স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করেন। ইফতার মাহফিলে আগাত বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী রায়হান কবির ক্যাম্পাসলাইভকে জানান, "প্রথম বর্ষেই এরকম আয়োজন করা অনেকে হয়তো কল্পনা করতে পারে না। কিন্তু সেটা আমরা বাস্তবায়ন করে দেখিয়েছি।"

ড. মো. শহিদুল্লাহ হলের আবাসিক ছাত্র তারেকুল হক মিশকাত ক্যাম্পাসলাইভকে বলেন, "পরিবার ছাড়া এটি আমার প্রথম রমজান। এতদিন পরিবার ছাড়া ইফতার করেছি মনে হলেও আজকে ভিন্ন। আজকে মনে হচ্ছে আমি পরিবারের সাথে ইফতার করছি।"

মাস্টার দা সূর্যসেন হলের ছাত্র রনি মিয়ার অনুভূতি জানতে চাইলে ক্যাম্পাসলাইভকে বলেন," আজকে আমি অভিভূত। এত সহপাঠী একসাথে হতে পেরে অন্যরকম মনে হচ্ছে আজকে।"

শহিদ সার্জেন্ট জহুরুল হক হলের ছাত্র ছাব্বিরুল ইসলাম বলেন, "ঢাবির ইতিহাসে ১০১তম ব্যাচ একটি অনন্য ব্যাচ হিসেবে নিজেদের তুলে ধরবে এই আয়োজনের মাধ্যমে সেটার আভাস পাওয়া যায়।

আয়োজক কমিটির সদস্য মাহদি হাসান বলেন, "দুই দিন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা আমাদের আয়োজন সম্পন্ন করতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে।" এ আয়োজনের মাধ্যমে সবার মধ্যে সু-সম্পর্কক বৃদ্ধি পাবে বলে তারা বিশ্বাস করেন।

ঢাকা, ২৭ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এওয়াই//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ