Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর বুকে লাথি, গ্রেপ্তার ১

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৩, ১৭:৩২

যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ

জবি লাইভ: পুরান ঢাকার নারিন্দা এলাকায় টিউশনে যাওয়ার পথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগের এক ছাত্রীকে শারীরিকভাবে হেনস্তার অভিযোগ উঠেছে। এসময় ওই ছাত্রীকে বুকে লাথি মারে এক যুবক। এই ঘটনায় ওমর ফারুক সুমন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে নারিন্দার স্টার বেকারির সামনে দিয়ে টিউশনে যাওয়ার পথে বাজে মন্তব্যের স্বীকার হয় ঐ নারী শিক্ষার্থী। প্রতিবাদ করলে ইট নিয়ে মারতে আসে এবং সেই নারী শিক্ষার্থীর বুকে লাথি দিয়ে পালায় অজ্ঞাত এক যুবক। এরপরে ভুক্তভোগী শিক্ষার্থী ওয়ারী থানায় মামলা দায়ের করেন।

জানা যায়, গ্রেপ্তার উমর ফারুক সুমন (৫০) রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। ওই ছাত্রী টিউশনিতে যাবার সময় স্টার বেকারির সামনে সুমন একাধিকবার বাজে মন্তব্য করেন। এর প্রতিবাদ করেন ওই শিক্ষার্থী। প্রতিবাদ করায় ইট দিয়ে মারতে উদ্যত হন সুমন। এরপর নানাভাবে শ্লীলতাহানির করেন তিনি। ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা এগিয়ে আসলে ইট ফেলে ওই শিক্ষার্থীর বুকে লাথি দিয়ে পালিয়ে যায় সুমন।

পরবর্তীতে ওয়ারী থানা পুলিশের সহায়তায় সিসিটিভি ফুটেজ দেখে ও স্থানীয়দের বর্ণনায় অভিযুক্ত সুমনকে শনাক্ত করে গ্রেপ্তার করেন ওয়ারী থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক খায়রুল ইসলাম। খায়রুল ইসলাম বলেন, ঘটনা জানার পরপরই তাৎক্ষণিকভাবে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এদিকে এ ঘটনায় আসামির শাস্তি চেয়ে ভুক্তভোগী ওই শিক্ষার্থী ক্যাম্পাসলাইভকে বলেন, 'আমি এই কুলাঙ্গারের শাস্তি চাই। আমার সাথে যা হয়েছে তা কোন স্বাভাবিক ঘটনা না। প্রতিনিয়ত এমন ঘটনা ঘটছে। এঘটনার সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।'

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল ক্যাম্পাসলাইভকে বলেন, 'বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হেনস্তার ঘটনা জেনেছি। থানায় যোগাযোগ করা হয়েছে। আসামি গ্রেপ্তার হয়েছে। আইন অনুযায়ী উপযুক্ত শাস্তির আওতায় আনা হবে।'

এবিষয়ে ওয়ারী থানার ডিউটি অফিসার জাহাঙ্গীর আলম ক্যাম্পাসলাইভকে বলেন, 'ঘটনার পরে এসে মামলা করেছেন ভুক্তভোগীরা। এর আগে নারিন্দা পুলিশ ফাঁড়ির পুলিশ অভিযুক্ত কে আটক করেছে।'

ঢাকা, ২৯ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//আরআই//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ