Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০
teletalk.com.bd
thecitybank.com

স্বাধীনতা দিবসের কটূক্তি ও হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে প্রতিবাদ

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৩, ২৩:১৯

প্রতিবাদ সমাবেশ

ঢাবি লাইভ: প্রথম আলোর মিথ্যা ও তথ্য-সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থী ও প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা। বুধবার বিকাল ৩ টার সময় সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে 'স্বাধীনতা দিবসের কটূক্তি ও হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে প্রজন্মের প্রতিবাদ শীর্ষক 'ব্যানারে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবাদ সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০-১২ জন সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্যের মাধ্যমে প্রথম আলোয় প্রকাশিত সংবাদের প্রতি প্রতিবাদ জানান। ঢাবির ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী হেদায়েতুল ইসলাম বলেন, 'স্বাধীনতার ৫২ বছরে যেখানে আমরা স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখি সে সময়ে এই ধরনের ষড়যন্ত্র কোনোভাবেই কাম্য নয়।আমরা এই ধরনের তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানাই।'

ঢাবির নাট্য সংসদের সাধারণ সম্পাদক দ্বিপন শাহা বলেন, 'আমরা রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে বলতে চাই যারা বাংলাদেশের যেকোনো মৌলবাদ - জঙ্গিবাদ, ও হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে সবসময় লড়ে গেছেন। বর্তমানে যেকোনো দুর্যোগে দূর্বিপাকে শক্তভাবে প্রতিবাদ করে যাবে।'

স্লোগান -৭১ এর সভাপতি প্লাবন বলেন,'প্রথম আলো যেখানে জাতিকে আলো দেখানোর কথা সেখানে প্রথম আলো বাংলাদেশের অগ্রযাত্রাকে অন্ধকারে নিমজ্জিত করছে।প্রথম আলোর এ ধরনের কাজ জাতির জন্য লজ্জাজনক।'

বক্তারা বলেন, শুধু প্রথম আলো নয় যেকোনো হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ করে যাবে।

ঢাকা, ২৯ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এওয়াই//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ