Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ৬ই জুন ২০২৩, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩০
teletalk.com.bd
thecitybank.com

শেকৃবির হলের ছাদ থেকে লাফ, মারা গেছেন সেই ছাত্রী

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৩, ১৩:৫৯

শেকৃবির হলের ছাদ থেকে লাফ, মারা গেছেন সেই ছাত্রী

শেকৃবি লাইভ: রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কৃষকরত্ন শেখ হাসিনা হলের ছাদ থেকে লাফিয়ে পড়া শিক্ষার্থী মারিয়া রহমান (২৫) মারা গেছেন। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মারিয়ার দুলাভাই আশরাফ আলী বলেন, ‘আমার শ্যালিকা মারিয়া শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। পরীক্ষা দিতে না পারায় মানসিকভাবে বিপর্যস্ত ছিল সে। এ কারণে হলের ১০ তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে। এতে সে গুরুতর আহত হয়। ঢামেক হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিল সে।’

গত বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে হলের ছাদ থেকে লাফ দেন মারিয়া। পরে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। এখানে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। মারিয়ার গ্রামের বাড়ি নাটোরের গুরুদাসপুর উপজেলায়।

এদিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ড. ফরহাদ হোসেন বলেন, ‘আমরা জেনেছি মারিয়া মারা গেছে। যদি তার পরিবার চায় তবে থানার ফর্মালিটিজ শেষ করে ক্যাম্পাসে তাকে নিয়ে আসা হবে।’

ঢাকা, ৩০ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএফ

 


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ