Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বৈশাখ আসলেই ‘ষোলআনা বাঙালিআনা’

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২২, ২৩:১১

ছবি: সংগৃহীত

বৈশাখ আসলেই একবারে সবই চলে খাঁটি বাঙালিআনায়। আবার যখন দিন শেষ তখনই ঘটে ব্যত্যয়। যেই সেই। অনেকেই ব্যঙ্গ করে বলেন, একদিন বাঙালী সেজে লাভ কি? যদি সেটা ধরেই না রাখতে পারে তাহলে এটা তো এক ধরনের বনিতার মতো।

এদিকে বাংলা বর্ষবরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে সেজেছে আজ চ্যানেলগুলো। এরমধ্যে এটিএন বাংলায় আজ রাত ৮টা ৫০ মিনিটে প্রচার হবে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘ষোলআনা বাঙালিআনা’। সাজু খাদেমের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন রুমানা আফরোজ।

অনুষ্ঠানে অংশ নিয়েছেন চিত্রনয়ায়ক ফেরদৌস, নিরব, কণ্ঠলিল্পী আঁখি আলমগীর এবং উপস্থাপিকা শারমিন লাকি। আড্ডা এবং বিভিন্ন মজার সেগমেন্ট দিয়ে সাজানো হয়েছে ভিন্নধর্মী এ অনুষ্ঠানটি। এটা দর্শকদের আনন্দ দেবে বলে আযোজকরা জানিয়েছেন।

ঢাকা, ১৪ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//বিএসসি


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ