Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ৯ই মে ২০২৪, ২৫শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

৪৫তম বিসিএস প্রিলিমিনারী : ব্যাবস্থাপনা প্রশ্ন নিয়ে সন্তোষ পরীক্ষার্থীদের

প্রকাশিত: ১৯ মে ২০২৩, ২২:৫০

৪৫তম বিসিএস প্রিলিমিনারী
ডেস্ক লাইভ: কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই শেষ হয়েছে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষা। শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ব্যাবস্থাপনা ও প্রশ্ন নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন পরীক্ষার্থীরা। 
 
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস জানান, অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু পরিবেশে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা পর্যাপ্ত পরিমাণ পরীক্ষার্থীর উপস্থিতি লক্ষ্য করেছি। ঠিক কত শতাংশ উপস্থিত হয়েছে তা কিছুক্ষণ পর আমরা জানাতে পারব।
 
 
জানা গেছে, ৪৫তম বিসিএসে নেয়া হবে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার। এছাড়া নন-ক্যাডারে নিয়োগ পাবেন ১ হাজার ২২ জন। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) তথ্যমতে, এবারের বিসিএসে আবেদন করেছেন ৩ লাখ ৪৬ হাজার প্রার্থী। দেশের ৮টি বিভাগীয় শহর ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে ২০৫টি কেন্দ্র এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
 
এর আগে প্রস্তুতির অংশ হিসেবে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, যদি কোনো চাকরিপ্রার্থী ৪৫তম বিসিএসে পাশের কারও উত্তরপত্র দেখার চেষ্টা করেন, তাহলে তার পরীক্ষা বাতিল করা হবে। এমনকি ঘাড় ঘোরালেই খাতা কেড়ে নেওয়া যাবে সংক্রান্ত নির্দেশনাও রয়েছে পরীক্ষকদের প্রতি।
 
পিএসসির তথ্যমতে, প্রিলিমিনারি পরীক্ষায় ২০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য এক নম্বর এবং ভুল উত্তর দিলে প্রতিটি ভুলের জন্য মোট প্রাপ্ত নম্বর থেকে শূন্য দশমিক ৫০ নম্বর করে কাটা যাবে। 
 
৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষাকেন্দ্রের ভেতর ও বাইরে আইনশৃঙ্খলা রক্ষার্থে এবং কন্ট্রোল রুমের জন্য ১১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। গত বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
 
প্রজ্ঞাপনে জানানো হয়েছে। ১৯ মে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪৫তম বিসিএস প্রিলিমিনারি (এমসিকিউ টাইপ) পরীক্ষা ঢাকায় ১০১টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলাকালে কেন্দ্রের ভেতরে ও বাইরের আইনশৃঙ্খলা রক্ষার্থে প্রতিটি কেন্দ্রের জন্য একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের কন্ট্রোল রুমে অতিরিক্ত ১০ জন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাকে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করে নিয়োগ করা হলো।
 
ঢাকা, ১৯ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমবি//মাবি
 

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ